November 30, 2022
তারিখ: ৩০ নভেম্বর ২০২২
সম্মানিত সদস্য,
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
সদস্যদের ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে হালনাগাদ এমআরপি ও অনলাইন নীতিমালা এবং ওয়ারেন্টি নীতিমালা ইতিমধ্যে কার্যনির্বাহী কমিটিতে অনুমোদিত হয়েছে। এমআরপি ও অনলাইন নীতিমালা স্ট্যান্ডিং কমিটি, ওয়ারেন্টি নীতিমালা স্ট্যান্ডিং কমিটি এবং সকল সম্মানিত সদস্যদের সহযোগিতায় এ নীতিমালা দুইটির হালনাগাদ সংস্করণের মুদ্রণের কাজ সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের নিকট উপস্থাপন করতে পারব বলে আমরা আশা করছি।
বিসিএস প্রণীত এ নীতিমালা বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের সম্পৃক্ত করা তথা বিসিএস এর সদস্য হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি তথ্যপ্রযুক্তি সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের বিসিএস এর সদস্য হওয়ার আহবান জানাচ্ছে। বিসিএস-এ নতুন সদস্যপদ ফি ২৫,০০০ টাকা নির্ধারিত আছে। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ৪,০০০ টাকা; বার্ষিক ফি ২,০০০ টাকা; কল্যাণ তহবিল ৩,০০০ টাকা এবং সার্ভিস চার্জ ১৬,০০০টাকা।
ডিসেম্বর মহান বিজয়ের মাস। এ উপলক্ষে বিসিএস এর নতুন সদস্যপদ ফি’র সার্ভিস চার্জে ১০ হাজার টাকা বিশেষ ছাড় প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে কার্যনির্বাহী কমিটি। ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত বিশেষ ছাড়ে তথ্যপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ বিসিএস এর সদস্য হতে পারবেন।
কার্যনির্বাহী কমিটির এ সিদ্ধান্ত বাস্তবায়নে সকল সদস্যদেরকে সহযোগিতা করার অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
কামরুজ্জামান ভূইয়া
মহাসচিব